ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে বাস চাপায় হেলপার নিহত

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরবর্তী সাভারে বাস চাপায় সাকিল (২৮) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাকিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর জারভেরী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, একটি কলাভর্তি পিকআপ নিয়ে নীলফামারী হতে সাভার হেমায়েতপুর আসার পথে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে পৌঁছে। এসময় পিকআপের হেলপার সাকিল রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। ঘাতক বাসটি আটক করতে পুলিশী অভিযানসহ আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি