ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজারে সাংবাদিকদের বৃক্ষরোপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগীতায় লাউয়াাছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির ফলদ বনজ ও ভেষজ ৭৩টি বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে।
 
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্ত্তীর পরিচালনায় এ বৃক্ষ রোপন কর্মসূচীতে  উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন,সাংবাদিক চেরাগ আলী, সাংবাদিক আল ইব্রাহিম,ফরেস্ট স্টাফ রিশু মন্ডল, ফরেষ্ট স্টাফ মো. ইব্রাহিম,আওয়ামী লীগ নেতা আফতার হোসেন, সামাজসেবী কনুহর আলী ও ইউনুছ আলী, বাংলাদেশ বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব কান্তি দাশ,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ভোলা জেলা পরিষদ এর সদস্য মো. খায়রুল হাসান খোকন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি