ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় সীতাকুণ্ড পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামশেদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, ফাহাদ কায়সার, পৌর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুল, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, বাশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক ইমাম উদ্দিন আদিল, সৈয়দপুর ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা,ভাটিয়ারী ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সোনাইছড়ি ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন,  সলিমপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ, আহবায়ক কমিটির সদস্য মেজবা, সাইফুল, জীবন, শাহরিয়ার হামিদ, মহিউদ্দিন, হিমেল,পার্থপ্রতিম প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি