ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে কলারোয়ায় আলোচনা ও দোয়া

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকেলে র‌্যালি, কেক কাটা,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে গরুহাট মোড়ের দলীয় অফিসে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখান থেকে র‌্যালি বের হয়। 

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নরুল ইসলাম, মাহবুবর রহমান মফে, আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, সামসুদ্দিন আল মাসুদ বাবু, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সদস্য সরদার আনছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজুনুজ্জামান লিটু সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

অপরদিকে, অনুরূপভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও তার নেতৃবৃন্দ। বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগাঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শিমুল, মোস্তাফিজুর রহমান মোস্ত, ইলিয়াস হোসেন রাসেল, উজ্জল, আব্দুল কাদের, জিকরিয়া, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি