ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯

লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের আবুল হোসেনের মুদি দোকানে বসে কথা বলছিলেন মিরন। এসময় মুখোশপরা অস্ত্রধারী চার যুবক দোকানে ঢুকে মিরনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মিরনের বাড়ি সৈয়দপুর গ্রামে। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি