ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিলেটের মেয়রকে হত্যার হুমকি, থানায় জিডি

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১০:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

মুঠোফোনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ নগর পিতা।

জানা যায়, শনিবার সকালে আরিফুল হকের ব্যক্তিগত মুঠোফোনে তাকে গালিগালাজ ও হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে মেয়রের পক্ষে কোতোয়ালি থানায় শনিবার সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে বলা হয়, মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করা হয়। এসময় মেয়রকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত করবে পুলিশ।
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি