ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেল ৫৫ বছরের বৃদ্ধ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীতে এক শিশুকে যৌন হয়রানীর ঘটনায় আয়য়ুব আলী নামে ৫৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফর গ্রামের নুরবক্স মাঝীবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধ আয়য়ুব আলী। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষককে আটক করে। 

এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে দুপুরে সোনাগাজী মডেল থানায় মামলা করে বলেও জানায় পুলিশ।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন জানান, আজ (রোববার) আসামি আয়য়ুব আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি