ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে যুব মহিলা লীগের সভাপতি বেনু, সম্পাদক রেশমি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ী সদর উপজেলার যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।ওই কাউন্সিলের সভাপতি পদে আরেফিন মাহফুজা বেনু, সিনিয়র সহ-সভাপতি তামান্না নাজনিন রেশমি, সাধারণ সম্পাদক কাজী নাছরিন সুলতানা, যুগ্ম-সম্পাদক শাহনুর রোজী, উলফাত জাহান তরী ও সাংগঠনিক সম্পাদক মিনুকে নির্বাচিত করা হয়েছে।

রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিলের প্রথম পর্ব।রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল আযম মামুন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.উমা সেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম শফি, যুব মহিলা লীগের অন্যতম নেত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি। সে সময় জেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি