ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, গুলিবিদ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পান বিক্রেতা ও পথচারিসহ তিনজন গুলিবদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের সুলতানপুর বাজারে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হচ্ছেন- পান বিক্রেতা ইব্রাহিম, কামাল ও মমিন। তারা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধরা জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এসেই দোকানে থাকা চেয়ারম্যানকে গালিগালাজ করে এবং গুলি শুরু করে। কিন্তু গুলি চেয়ারম্যানের গায়ে না লেগে স্থানীয় লোকজনের গায়ে লাগে। 

চেয়ারম্যান জানান, তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু সে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানের সামনের একটি ছোট্ট পান বিক্রেতা ও দুইজন পথচারীর গায়ে লাগে। পরে চারদিক থেকে লোকজন বের হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টাও করছে। একই সঙ্গে গুলিবিদ্ধদের লিখিত অভিযোগ দেয়ার জন্যও বলা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি