ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে সাত`শ লিটার মদ,গাঁজাসহ আটক ১ 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজার শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযানে পুলিশ অবৈধভাবে গড়ে উঠা চোলাই মদের কারখানা থেকে সাড়ে সাত'শ লিটার মদ ও মদ তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি এবং দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার বিকেলে শহরতলীর কালিঘাট চা-বাগানে অভিযান চালান।এসময় বাগানের ৯নং লাইনে লালন চাষা, সন্তোষ তাঁতী ও রঞ্জিত ভৌমিজ এর বাড়িতে অবৈধভাবে গড়ে উঠা চুলাই মদের কারখানায় অভিযান চালিয়ে সেখানে থেকে চোলাই মদ ও মদ তৈরির সাড়ে সাত'শ লিটার কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্বার করেন।তবে অভিযানের খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরির কারখানার মালিকরা পালিয়ে যায়। 

এদিকে বিকেলে ৪টার দিকে শ্রীমঙ্গল উকিলবাড়ি রোডে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ নিমাই বৈদ্য (৩০)নামের একজনকে আটক করা হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। আটককৃত নিমাই বৈদ্য জেলার রাজনগর উপজেলার পাঠাজুড়ি গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে। পৃথক টনায় শ্রীমঙ্গল থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি