ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ১ অক্টোবর ২০১৯

‘বয়সের সমতার পথে যাত্রা’-এই স্লোগানে রাজবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।  দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষি সংঘের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে  এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসান, প্রফেসর সংকর চন্দ্র সিনহা ও রাজবাড়ী সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌসসহ অনেকে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি