ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দূর্গাপুজা উপলক্ষে সিরাজগঞ্জে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ১ অক্টোবর ২০১৯

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সিরাজগঞ্জে অসহায়,দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেন, জেলা যুব মহাজোটের আহবায়ক অজয় সাহা প্রমুখ।
সংগীতশিল্পী মাসুম বিল্লাহ ফারদিনের সার্বিক সহযোগীতায় ৩০ জন শিশুকে বস্ত্র প্রদান করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি