ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহ আমানতে সোয়া ৪ কেজি স্বর্ণসহ বিমানের ক্লিনার আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২ অক্টোবর ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক ক্লিনারের কাছ থেকে ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বুধবার সকালে মোহা. ইলিয়াস নামে ওই ক্লিনারের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১ কোটি ৮০ লাখ টাকা।

এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা আরও জানান, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই কর্মচারীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তারা। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি