ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে ধরা পড়ল ভুয়া ডিবি পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:৩৯, ২ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ডিবি পুলিশের সদস্য পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ আতিকুর রহমান আতিক (৩০)। সে পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ও এ এস আই মণির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

ডিবি সূত্রে জানা যায়, আতিক দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে আসছিল। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি