ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কামারখন্দে শিক্ষার মানোন্নয়নে অবিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৮:৩২, ২ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অবিভাবক সমাবেশ বিদ্যালয়ের পক্ষ থেকে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন্স ইমিউনাইজেশন বোর্ড কর্তৃক ‘ভ্যাকসিন হিরো’ এবং ইউনেস্কো কর্তৃক ‘চ্যাম্পিয়ন  অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পদকপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এবং সকল শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে উপর গুরুত্বের সহিত অভিবাবকদের সচেতন করা হয় ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান সেখ প্রমুখ বক্তব্য দেন। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি