ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

উল্লাপাড়ায় ৪ রেস্টুরেন্টে অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশিত : ২০:২২, ২ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ৪টি চাইনিজ রেস্টুরেন্ট অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে উল্লাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় অনৈতিক কর্মকান্ড বন্ধে গ্রীন চিলি চাইনিজ রেস্টুরেন্টের আলো আঁধারের গোপনীয় অংশ ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া হোটেল লাবন্য  ও আড্ডার গোপনীয় অংশটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশনা দেওয়া হয়। হোটেল লী প্যালেস মালিককে সর্তক করা হয়। 

ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব হাসান জানান, উল্লাপাড়ার চাইনিজ রেস্টুরেন্ট গুলোর গোপনীয় স্থানে স্থানীয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তাদের পাঠদান কার্যক্রমের সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আড্ডা ও অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। এ কারনে হোটেল মালিকদের সতর্ক করে স্কুল কলেজ চলাকালীন ছাত্র ছাত্রীদেরকে হোটেলে প্রবেশে নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি