ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ আসামীকে গ্রেফতার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো, হিলির হরিহরপুর গ্রামের পেনু মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৫), একই এলাকার ইলিয়াছ হোসেনের স্ত্রী তারা বেগম (৩০), বাবুল মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০), আফাজ আলীর ছেলে বাবুল মিয়া (৩৫), ইলিয়াছ হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (৩৬), অপর ছেলে তারাজুল ইসলাম (২৫), আইয়ুব আলীর ছেলে আলম মিয়া (২৭), মৃত মোজাহার আলীর ছেলে ওসমান আলী (৪৫), মৃত সাহের আলীর ছেলে মমিনুর ইসলাম (২৬), হিলির ধরন্দা গ্রামের তোরাব আলীর ছেলে বোরহান উদ্দিন (৩৫), দক্ষিনবাসুদেবপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে রনি শেখ (২৫), একই এলাকার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডল (৩৫), মাহাতাব উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (২৬), হিলির নওপাড়া গ্রামের হযরত আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই নারীসহ ১৪  আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পলাতক ছিল ও এদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরে আজ দুপুরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

আরকে//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি