ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইভটিজিংয়ে বাধা পেয়ে মেয়ের বাবাকেই কোপালো ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৯, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:৫০, ২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মেয়েকে ইভটিজিং করতে গিয়ে বাধা পাওয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আব্দুর রোউফ (৪৫) সিরাজগঞ্জের কাজিপুরস্থ ধুবলাই গ্রামের কোরবান আলীর ছেলে। বুধবার দুপুরের এ ঘটনায় কাজিপুর পৌর এলাকার আলমপুরের ইসলাম হোসেনের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। 

কাজিপুর থানার ওসি লুৎফর রহমান ও নিহতের স্বজনরা জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুনকে (১৮) মাঝে-মধ্যেই উত্যক্ত করতো ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম। বুধবার দুপুরে পাটগ্রাম দিয়ে সোনিয়া বাড়ি ফেরার সময় তাকে উত্যক্ত করলে বাড়িতে গিয়ে তার বাবা আব্দুর রোউফকে জানায়। 

তৎক্ষণাৎ তিনি আমিনুলের কাছে এসে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করলে সহযোগীদের নিয়ে আব্দুর রোউফকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় আমিনুল। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। 

অভিযোগ পেয়ে কাজিপুর থানা পুলিশ পাটগ্রাম বাজার থেকে ঘাতক আমিনুলকে গ্রেফতার করে। এ ঘটনায় কাজিপুর থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের ধরতেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি লুৎফর রহমান জানিয়েছেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি