ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নিহত

সাভার সংবাদদাতা 

প্রকাশিত : ১৮:২১, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে সাভারে রাস্তা পারাপারের সময় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সাভার ঢাকা-আরিচা মহাড়কের রেডিওকলোনী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আহমদ আলী (৩০) নামের ওই পথচারী  নিহত হয়। 

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমদ আলী সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার কোরবান আলীর ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। এঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি