ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে নারীসহ দুই মাদক কারবারি আটক

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৪৭, ৩ অক্টোবর ২০১৯

ঝালকাঠির নলছিটিতে একটি প্রাইভেটকার থেকে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং মাদক বন্ধে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় তল্লাশী চৌকি বসায় ট্রাফিক পুলিশ। বরিশাল থেকে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালায় তারা। গাড়ির পেছনের ডিকিতে দুইটি ব্যাগের মধ্যে থেকে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তানিয়া ইসলাম ও চালক মেহেদী হাসানকে আটক করা হয়। 

আটক তানিয়া ইসলাম বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং মেহেদী হাসান যশোরের পুলেরহাট এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও আদিল আকবর জানান, যশোর থেকে ফেনসিডিল এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করতেন আটককৃতরা। তারা ফেনসিডিলের বোতলগুলো প্রথমে বরিশাল নিয়ে যায়। সেখান থেকে একটি প্রাইভেটকারে ঝালকাঠি নিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি