ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় পার্থ কুমার দাস (৪২)  ও রুপর্ণ দাস (৩০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত পার্থ কুমার দাস উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা ডালিম কুমার দাসের ছেলে। তিনি হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।রুপর্ণ দাস একই এলাকার সত্যজিৎ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে লক্ষ্মীপুরগামী মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. সোলাইমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি