মৌলভীবাজারে ইভটিজিং প্রতিরোধে পুলিশের র্যালি
প্রকাশিত : ০৯:১২, ৪ অক্টোবর ২০১৯
ইভটিজিং প্রতিরোধ ও গণসচেতনতা বাড়াতে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় সাংসদ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউক ও গার্লস গাইডরা অংশ নেয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ মো. নেছার আহমেদ।
সভাশেষে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
আরও পড়ুন