ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেফতার ১

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৫৪, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার পৌরসভার ডগরমোড়া এলাকা থেকে ব্যারিস্টার নাজির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব জানায়, রাতে ডগরমোড়ার মাতৃবাগান মসজিদের কাছে মায়ের দোয়া জেনারেল স্টোরের পার্শ্ববর্তী এলাকার সামনে ব্যারিস্টার নাজির সন্দেহজনক ঘুরাফেরা করছিলে। এ সময় র‌্যাবের টহলরত দলের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি চালিয়ে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

ব্যারিস্টার নাজির হোসেন সোবাহানবাগ এলাকায় আমিন মার্কেট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি