ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ৪ অক্টোবর ২০১৯

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কেটে আলাউদ্দিন মন্ডল ওরফে আলা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়া রেল গেটের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মন্ডল সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এ সময় চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়ার অদূরে রেল গেটের কাছে পৌঁছালে আপ লাইনে থাকা খুলনা থেকে গোয়ালন্দের উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, নিহত আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি