ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৭, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ৪ অক্টোবর ২০১৯

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। কাজেই দিনটি সনাতন ধর্মাবলম্বিদের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। 

শুক্রবার সকাল থেকেই বরিশালের চন্ডিপাঠে মুখরিত ছিল মন্ডপ অঙ্গন। চন্দনের সুবাসে ভরে ওঠে এখানকার পরিবেশ। সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব পুরোমাত্রায় শুরু হবে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেলতলায় বেল বরন পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এ হিসেবে মঙ্গলবার হবে দশমী।
বরিশাল নগরীতে এবার ৪৭টি মিলিয়ে জেলার দশ উপজেলায় মোট ৬১৯টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সর্বাধিক ১৫৪টি মন্ডবে পূজা হচ্ছে। 

আর মুলাদী উপজেলায় পূজা হচ্ছে কেবল ১২টি মন্ডবে। এবারের দুর্গা পূজায় তিন হাজার পুলিশ আর ১১ হাজারের অধিক আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তিন স্তরে নিরাপত্তা থাকছে।  

দর্শনার্থীরা বলছেন, তারা প্রতি বছরের মত এবারো ধর্ম, বর্ণ নির্বিশেষে পূজা উদযাপন করবেন এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে মনে করছেন। 
পূজারীরা বলছেন, এবার দেবী আসবেন ঘোড়ায় চেপে, যাবেনও ঘোড়ায়। এতে করে ফলাফল শুভ নয়, হানাহানি ঘটবে মর্ত্য।

আই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি