ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে পূজামন্ডপে চাল বিতরণ

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০৩, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের জন্য চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ চাল বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ বছর উপজেলার ১৬৮টি পূজামন্ডপে ৫০০ কেজি করে সরকারি চাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান, প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি