ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাননা প্রদান শুরু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২০, ৪ অক্টোবর ২০১৯

বরিশালে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

শুক্রবার সকালে নগরীর অশ্বিনীকুমার হলে এর উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। এ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশালের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, আসামিট গ্রুপের উপ-মহাব্যবস্থাপক এস এম আলী আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেন।

মেলায় বাউফল, কলসকাঠী, নওগা, টাঙ্গাইল, রাজশাহীসহ অনেক স্থান থেকে আগত মৃৎশিল্পীরা এতে  অংশগ্রহণ করেন। আগামীকাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দেড়শো মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে। 

আই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি