ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ বন্ধ, বরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৪ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ঠিক আগ মূহুর্তে অপ্রাপ্ত বয়স্ক কনের বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ, বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের মায়ের কাছ থেকে মুচলেখা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের পশ্চিম ভাটপারা গ্রামে এ ঘটনা ঘটে। 
মেয়ে স্থানীয় আজিজিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। 

জানা যায়, পশ্চিম ভাটপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোঃ দ্বীন ইসলামের (২৫) সাথে একই গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিফা আক্তার (১৩) এর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন।

আই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি