ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৯:১১, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাভারের অমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আব্দুর রাজ্জাক সরকার (৪৫), মোয়াজ্জেম (৩৮), সাদ্দাম হোসেন (২৮), কালা মানিক (৩০), সোহেল সরদার (৪২) ও আশু মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের অমরপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশিতে বিভিন্ন অঙ্গে রাখা ৫ হাজার ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি