ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় এতিমখানার বহুতল ভবনের উদ্বোধন

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ২৩:২০, ৪ অক্টোবর ২০১৯

এতিমদের পৃষ্ঠপোষকতা করা, তাদের সাথে সদাচরণ করা এসবই মহৎ কাজের অংশ। পবিত্র কুরআনেও এতিমদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। এ জাতীয় অনেক সেবামূলক কাজ জমঈয়ত করছে। আসুন আমরা জমঈয়তের সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করি।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইলে জমঈয়তে আহলে হাদিসের এতিমখানার বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জমঈয়তের অন্যতম উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ।

এসময় কাজী আকরাম উদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রায় ১৬ একর নিজস্ব জমিতে নির্মাণাধীন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভবন, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহীল কাফী আল কুরায়েশী মডেল মাদরাসা, কেন্দ্রীয় এতিমখানাসহ বিভিন্ন প্রজেক্ট চলমান এবং জমঈয়তের উন্নয়নমুখী কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জমঈয়তের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে এ দেশের প্রায় তিন কোটি আহলে হাদীসের প্রতিনিধিত্বকারী সংগঠনের কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন আজ উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে জমঈয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), ঢাকার এডিসি তৌহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দীপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ।
জমঈয়তের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এম.এ সবুর, সহ-সভাপতি ও সাবেক আইজিপি মোঃ রুহুল আমীন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, অধ্যাপক ড. আহমাদুল্লাহ ও মুঞ্জুরে খোদা প্রমুখ।

জমঈয়ত নেতৃবৃন্দ বলেন, প্রায় চার দশকব্যাপী বাইপাইলের এ জমিতে আমাদের বিভিন্ন প্রোজেক্ট চালু আছে। অতিসত্বর ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, উচ্চমানের কওমী মাদরাসা, দাওয়াহ-তাবলীগী মহাসম্মেলনের জন্য স্থায়ী মঞ্চ নির্মাণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এজন্য এদেশের সকল আহলে হাদীসকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি