ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত তরুণীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীতে সুমি বৈদ্য (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুমি নগরীর ফয়েসলেক এলাকার সুনীল বৈদ্যের মেয়ে। এ বছর চট্টগ্রামের ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি।

হাসপাতালের আইসিউ বিভাগের তত্ত্বাবধায়ক প্রদীপ বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত ৩০ সেসেপ্টম্বর জ্বরে আক্রান্ত হয়ে নগরীর ইউএসটিসি হাসপাতালে ভর্তি হন সুমি।

গত বৃহস্পতিবার তাকে বাসায় নিয়ে যায় তার পরিবার। পরে অবস্থার অবণতি হলে শুক্রবার (৪ অক্টোবর) তাকে নিজাম রোডের একটি মেডিকেল সেন্টারে নেয়া হয়।
সেখান থেকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। সেখানেই গতকাল শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমি।
আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি