ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

রিফাত হত্যা : পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:২৭, ৬ অক্টোবর ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত পলাতক ৮ আসামির মধ্যে চারজন আদালতে আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক আর তিনজন শিশু।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজির আদালতে হাজির হন।

আসামিরা হলেন- প্রাপ্ত বয়স্ক মোহাইমিনুল ইসলাম সিফাত, শিশু আসামি- প্রিন্স মোল্লা, রাকিবুল হাসান রিফাত, আবু আব্দুল্লাহ।

এসময় বিচারক আত্মসমর্পণকারী তিন শিশুকে আদালতে আর প্রাপ্ত বয়স্ক আসামি সিফাতকে জেলহাজতে প্রেরণ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কাদের। শিশু আসামিদের জামিন শুনানি চলছে বলেও তিনি জানিয়েছেন।

গত ১ সেপ্টেম্বর দেশব্যাপী আলোচিত এ হত্যা মামলায় আদালতে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। 

আলোচিত এ মামলায় মোট ৮ আসামি পলাতক ছিল। চারজন আত্মসমার্পণ করায় এখনো বাকি চারজনকে খুঁজছে পুলিশ। আর মামলার প্রধান আসামি নয়ন বন্ড কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে। মামলার এক নম্বর আসামি এখন সরাসরি হত্যায় অংশ নেয়া রিফাত ফরাজি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে সন্ত্রাসীদের রামদার কোপে ক্ষতবিক্ষত হন  রিফাত শরীফ। ওই দিনই গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনায় রিফাতের বাবা ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে স্ত্রী মিন্নি এ মামলার একমাত্র সাক্ষী হলেও, ঘটনা প্রবাহে তার নামও চলে আসে। ফলে বর্তমানে এ মামলার অন্যতম আসামি তিনিও।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি