ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৬ অক্টোবর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আবু বকরের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি