ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ৬ অক্টোবর ২০১৯

যশোরের বেনাপোলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সংগ্রাম ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি বেনাপোলের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

গতকাল শনিবার বিকেলে সংগ্রাম তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে রাতেই বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

অভিযোগের ভিত্তিতে আজ সকালে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সংগ্রামসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন (মামলা নং-৮ তারিখ ০৫/১০/১৯)। ধর্ষক সংগ্রামকে আটক করা হয়েছে।
আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি