ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্ত্রের ভয় দেখিয়ে দুই বোনকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৬ অক্টোবর ২০১৯

দিনে দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে দুই বোনকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুরের রাজাবাড়ি এলাকায়।

এদিকে ধর্ষণের শিকার দুই বোনকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে গত ৫ অক্টোবর শ্রীপুর থানায় মামলা দায়ের করে ধর্ষিতা। পরে আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। গেল রাতে দুই ধর্ষককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মো. রাজ্জাক ও একই গ্রামের আকাব্বর আলীর ছেলে আজিজুল হক। গ্রেফতারের পর তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজ্জাক ও আজিজুল দুই বোনকে রাস্তায় উত্যাক্ত করছিল।গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার সময় ওই দু'জন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়।পরে রাজ্জাকের বাড়িতে নিয়ে একই সঙ্গে দুই বোনকে ধর্ষণ করে।ঘটনাটি ধর্ষকরা ভিডিও করে রাখে।ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।ফলে ধর্ষকদের ভয়ে
তারা বিষয়টি তাৎক্ষণিক কাউকে জানায়নি।শনিবার এ বিষয়ে তারা শ্রীপুর থানায় মামলা করেন।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি