ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:১১, ৬ অক্টোবর ২০১৯

জগতের অশুভ শক্তি দূর করে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানুষে মানুষে সৃষ্টি হবে ভাতৃত্ববোধ আর পৃথিবীতে আসবে শান্তি, নারী জাতিতে আসবে মাতৃভক্তি এই প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রঘুনাথপুর কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারী রুপে পূজা।

রোববার(৬ অক্টোবর)দুপুর সাড়ে ১২টায় শ্রীমঙ্গলের রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে দেবীর মহা অষ্টমী তিথিতে দেবী দুর্গার রুদ্রানীরুপে পূজা করা হয় সাড়ে ১০ বছরের কুমারী রিশিতা চক্রবর্তীকে।
 
রিশিতা শ্রীমঙ্গল সিন্দুর খান এলাকার রিপন চক্রবর্তীর মেয়ে।সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। কুমারী পূজা উপলক্ষে সারাদিন রঘুনাথ কালী বাড়ীতে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। 
আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি