ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।ওই কৃষকের নাম মোহাম্মদ আলী বিশ্বাস ওরফে আরজাদ(৫৫)। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে। 

নবাবপুর ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, গতকাল রোববার দুপুর দেড়টার দিকে বেরুলী বিলে জাল নিয়ে মাছ শিকার করতে যায়। হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। এরপর তার লাশ পানিতে ভাসতে থাকে। লোকজন তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৩টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষনা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান দেখতে যান। 
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, বজ্রপাতের খবর পেয়েই তাকে দেখতে যাই। তার পরিবারের সদস্যদেরকে একটি আবেদন করতে বলেছি।আবেদন পেলেই তার পরিবারকে সহায়তা প্রদান করা হবে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি