ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০২, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সন্তানের গুণগত শিক্ষার মানউন্নয়নসহ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় বিষয়ে জেলার হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, মোতাহারা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী, মা সুফিয়া খাতুন ও বিলকিস বেগম প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল।একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি