ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রতির উন্মেষ ঘটেছে 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ৬ অক্টোবর ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। সনাত ধর্মালম্বীসহ সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পেয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জে তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

তিনি বলেন, যতদিন আওযামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ততোদিন সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। তিনি বাংলাদেশের উন্নয়নে এদেশের সকল ধর্মের মানুষ সমান অংশীদার উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিযে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। 

জঙ্গীবাদের মদদদাতারা ক্ষমতায থাকলে দেশ অশান্ত থাকে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ রাস্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। 

নাসিম বলেন, এদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।এই অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে দলমত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে সহযোগিতা করারও আহবান জানান আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।  

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মোহাম্মদ নাসিম তার শহরের বাসভবনে রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। 

এসময় দলের সহ-সভাপতি হাজী ইসহাক আলী অ্যাডভোকেট আব্দুর রহমান,আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা অ্যাড.আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এং সাবেক সভাপতি জাকির হোসেন লিমন। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি