ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিনি আর ভিক্ষা করবেন না!

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সারাদিন দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা না করলে যার সংসার চলতো না, সেই তিনি আর ভিক্ষা করবেন না! রোববার (৬ অক্টোবর) দুপুরে প্রকাশ্যে এমনই ঘোষণা দিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের নন্দগাও গ্রামের দবিরুলের স্ত্রী ভিক্ষারিনী মুসলেমা খাতুন।

এদিন স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম আকতারুজ্জামান সেলিম তাকে ভিক্ষুকমুক্ত পূর্ণবাসন প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা দিয়ে একটি মুদি দোকান খুলে দিয়ে মালামাল ক্রয় করে দিয়েছেন। 

রোববার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে এ দোকান খুলে দেয়া হয়। তখনই আর ভিক্ষা করবেন না বলে ঘোষণা দেন ভিক্ষারিনী মুসলেমা খাতুন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম, সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্প, ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি