ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ৬ অক্টোবর ২০১৯

নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে বজ্রপাতে উজ্জ্বল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়েছে। রোববার(১০ অক্টোবর) দুপুরে বীড়গ্রামের বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

উজ্জ্বল বীড়গ্রামের ফণিভূষণ বিশ্বাসের ছেলে এবং নড়াইল কৃষি বিভাগের তালিকাভূক্ত ধানবীজ উৎপাদক।

বীড়গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক বিপুল দেব জানান, উজ্জ্বল রোববার দুপুর ১টার দিকে বীড়গ্রাম মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়,মাঠে কাজ শেষে বিকেলে উজ্জ্বল বিশ্বাসের পূজামন্ডপে ঘুরতে যাওয়ার কথা ছিল।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি