ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৭ অক্টোবর ২০১৯

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রেখা মল্লিক (৪৫)।

রোববার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ১৬ রোগীর মৃত্যু হয়েছে।

রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার রেখা মল্লিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এছাড়াও কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন তিনি।

রোববার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি