আরমানের বিরুদ্ধে চৌদ্দগ্রামে মাদক মামলা (ভিডিও)
প্রকাশিত : ১২:৫২, ৭ অক্টোবর ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে আটক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্যতম সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে র্যাব-৭ এর একটি দল আরমানকে ফেনী থেকে কুমিল্লা কারাগারে নিয়ে আসে এবং কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মাদক সেবনের অভিযোগে আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া, ১৪০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে আরমানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় পৃথক আরও একটি মামলা করেছে বলেও জানান তিনি।
এর আগে রোববার ভোরে চৌদ্দগ্রাম থেকে আটকের পর র্যাব তাদের নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের সময় সম্রাট ও তার সহযোগী মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ থাকায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় বলেও জানিয়েছে র্যাব।
আই/
আরও পড়ুন