ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলের নবগঙ্গার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ৭ অক্টোবর ২০১৯

নড়াইলের কালিয়ার বড়কালিয়ায় নবগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বড়কালিয়া এলাকার মনিষা ঘোষ, প্রফুল্ল বর্মন, লিটন কুমার ঘোষ, কল্যাণী বর্মন, মদন ঘোষ, ব্রিহাচলার উজ্জ্বল ঘোষ প্রমুখ।  

বক্তারা বলেন, ‘গত এক সপ্তাহ ধরে কালিয়া পৌরসভাধীন বড়কালিয়া, ব্রিহাচলা-বাগবাড়িয়া এলাকায় নবগঙ্গা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত এ দু’টি এলাকার বাড়িঘর, গাছপালা, আখক্ষেতসহ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের কারণে অন্তত ১০টি পাকা বাড়িঘর ও শতাধিক গাছপালা নদীতে ভেঙ্গে গেছে। কয়েকটি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাই নেই। এ পরিস্থিতিতে এসব এলাকায় দুর্গাপূজার আনন্দ নেই।’

এছাড়া নবগঙ্গা নদীর ভাঙনে ইতোমধ্যে কালিয়া উপজেলার শুক্তগ্রাম, বাহিরডাঙ্গা, দেবিপুর, পেড়লী, বড়কালিয়া, বেন্দাসহ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। 

ভাঙনে প্রায় ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষপদ ঘোষ বলেন, ‘বড়কালিয়া এলাকায় ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কালিয়া শহর ভাঙনের হুমকিতে পড়বে। এছাড়া পেড়লী বাজার নবগঙ্গা নদীর পানিতে নিমজ্জিত হওয়ায় অধিকাংশ দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পানিবন্ধী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফসলি জমি, গাছপালাসহ বাড়িঘর রক্ষা করা হোক।’ 

এ ব্যাপারে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, ‘কালিয়া পৌরসভাধীন বড়কালিয়া ও ব্রিহাচলা-বাগবাড়িয়াসহ কালিয়া উপজেলার অন্য এলাকার ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনসহ উর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।’

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি