ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ সহকারী শিক্ষা অফিসার আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে নগদ অর্থ ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ দুইজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ অক্টোবর) সকালে দুদকের (দিনাজপুর) একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তার সঙ্গে থাকা অফিস সহকারী জুলফিকার আলীকেও আটক করা হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুন ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানকালে অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা দেওয়ার সময় দুদকের কর্মকর্তাগণ হাতে নাতে ওই দু’জনকেই আটক করে। পরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পায়নি বলে জানান দুদক কর্মকর্তারা। 

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময় আটক করা হয়। শিক্ষক নিয়োগের সাথে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি দল দুইজনকে আটক করে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি