ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

বরিশালে বিশ্ব শিশু দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ৭ অক্টোবর ২০১৯

“আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌইিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ প্রমুখ। 

র‌্যালিতে উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি