ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে ৬ বছরের শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ৭ অক্টোবর ২০১৯

ফরিদপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ওহিদ বিশ্বাস (২৮) নামে এক ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় ওহিদ বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিবেশীর ঘরে ঢুকে ছয় বছরের ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় ওহিদ বিশ্বাস। সে সময় শিশুর মা ঘর থেকে ওহিদকে পালাতে দেখেন। ওই সময় শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসেন এবং আহত অবস্থায় শিশুটিকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর ওই রাতেই আসামি ওহিদকে আটক করে পুলিশ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি