ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবরার হত্যা: মুখে কালো কাপড় বেঁধে ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:৪০, ৮ অক্টোবর ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ঘণ্টাব্যাপী নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। 
মানববন্ধনে ও সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব মুক্ত করে সকল শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।  

এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভেকেট এমদাদুল হক মিল্লাত সুজন, মহানগরের সাধারণ সম্পাদক কবি আলি ইউসুফ, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুল বোরহান তাহাসিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন শুভ, যুব-ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক ফজলুল হক রনি এবং রিফা সানজিদাসহ অন্যান্যরা।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি