ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবরার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন আকবর, আরিফুল ইসলাম, মো. জুয়েল, মো. কামাল হোসেন, পাপেল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা সকল হত্যায় অংশ নেয়া খুনীদের সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

আই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি