ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবরার হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ। 

আজ মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন সাধারণ ছাত্র পরিষদ যশোরের আহ্বায়ক আফরোজা সুলতানাও যুগ্ম আহ্বায়ক অলিক মাহমুদ।

বক্তরা বলেন, ভিন্নমতের জন্য নির্মমভাবে এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় দায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি